ভোরের আকাশ ডাকছে তোমায়
ডাকছে ভোরের পাখি
বলছি তোমায় জেগে উঠো
খোলো দুটি আঁখি
ফুলের বাগান বলছে তোমায়
বারিয়ে দুটি হাত
আমি ও তাই বলছি তোমায়
মিষ্টি সুপ্রভাত
রাত পেরিয়ে হলো সোনালী একটা ভোর
কি বেপার ,তোমার চোখে এখনো ঘুমের ঘর ?
উঠো উঠো চোখের খোলো ,তাকিয়ে দেখো তুমি
এক গুচ্ছ ফুল হাতে দাঁড়িয়ে আছি আমি ‘
❦~শুভ সকাল ~❦
হিম শীতল সকালে ,রং তুলির চাদরে
ঢাকা সূর্য আলোতে যদি ঘুম ভাঙে তোমার
মন এ করবে প্রথম গুড মর্নিং উইশ তা ছিল just আমার
Good Morning
চুলবুল বুলবুল শীষ দেয় পুষ্পে
এইবার এইবার খুকুমনি উঠবে,
খুলি হাল ধরি পাল ওই তরী চললো
এইবার ওই বুঝি খুকু চোখ খুলল,
Good morning
সকাল হলো ঘুম ভাঙলো
হটাৎ দেখি শিশির পড়লো
ওমা !ইটা আবার কি হলো ?
যাহা “SMS” টা ভিজে গেলো
তাড়াতাড়ি উঠো যাও SMS টা রোদে দাউ
**Good Morning**
শুনে যাও ভোরের পাখি,
একটা কথা বলে রাখি,
আছে এক বন্ধু আমার,
মনে পরে সকাল বিকাল,
কিভাবে যে কাটলো রাত,
জানাই তাকে ‘সুপ্রভাত’
A very Good Morning!!
মিষ্টি সকাল ঠান্ডা হাওয়া
মেঘের আবার আশা যাওয়া
মধুর সকাল নরম এল
দিনটি তোমার কাটুক ভালো
Happy হোক তোমার আজকের দিন
জানাই তোমাকে
Happy Morning!!
জেগেছে পাখি গাইছে গান, নুতন দিনের আহবান,
জেগেছে সুর্য দিচ্ছে আলো, দিনটা তোমার কাটুক ভালো,
জেগেছে মাজি তুলচে পাল,
সবাইকে জানাই শুভ সকাল.
নদীর কূলে পাখির ডাক মাছ রাঙা নিস্তব্দ
ভোরের ঘাসে শুনেছি শিশির ঝরার শব্দ,
সুদূর প্রসারী রেল লাইন সব কোলাহল বন্ধ
মিষ্টি আলোর ছোয়ায় অচেনা ফুলের গন্ধ,
কিছু নতুন স্বপ্ন
অরে কিছু নতুন আশা
কিছু ভালোবাসা।
অরে কিছু চাওয়া
কিছু ভালো লাগা নিয়ে তোমাকে জানাই
শুভ সকাল
সূর্য আগমনে চারিদিকে হয়ে গেলো
একটু একটু রাত্রির শেষ
মধু সুরে ডাকছে পাখি
SMS টা দিয়ে জানিয়ে দিলাম আমার অন্তরের
Good Morning!
সকালে এর হালকা হালকা বাতাস এর সাথে
সকাল এর মিষ্টি মিষ্টি ঘুমের সাথে
সকাল এর গরম গরম চা এর সাথে
আমার বন্ধু কে জানাই
A very Good Morning!!
অভিমানী চাঁদ কে ঘুম পাড়িয়ে দিতে না দিতে
অবুজ সূর্য রেগে লাল হয়ে উঠেছে
So কি আর করার
সকাল তা হয়ে গেলো
A very Good Morning!!
নতুন দিনে নতুন মন নতুন নতুন আসা
রাত পোহালে আসবে আবার নতুন ভালোবাসা
রাত পোহালো সকাল হলো ফোনে বাজে রিং
মিষ্টি হেসে জানাই তোমায়
Good morning!
সকাল বেলায় ভালো লাগে পাখির ডাক শুনতে
আরো ভালো লাগে ঘুমের মানুষ কে জাগাতে
তার পর ভালো লাগে কারো মনে করতে
আরো ভালো লগে তাকেও নিজের কথা মনে করতে
Shuvo Shokal
রাতের শেষে সকালে হলো
দেখি যাচ্চে সূর্যের আলো
সকাল বেলায় নীল আকাশ
কি দারুন শীতল বাতাস
সব কিছু আল্লাহর হুকুম
সবাই কে জানাই আসসালামু আলাইকুম
Shuprovat
অন্ধ্রকার রাত চলে গেছে
নতুন সকাল সামনে আছে
আসলো সকাল গেলো রাত
আমি তোমায় জানাই
সুপ্রভাত
ভোরের প্রথম সোনালী আলো
স্বপ্নের নতুন জাগিয়ে গেলো
শিশির ভেজা ঘাসের পাতায়
তোমার হাত এর আল্টো ছোয়ায়
ফুটলো সকাল কাটলো রাত
তাই মিষ্টি মুখে তোমায় আমি জানাই
Shuprovat
সূর্যের আলোকতো কিরেরনের আধার গেলো পালিয়ে
ভোরের শিশির এর ছোয়াতে ফুল উঠলো ফুটে
উঠে তুমি মেলে তোমার নয়ন দুটি
সকলে তোমার খুব নিকট বর্তী
অতীতকে পিছনে ফেলে সাজাও তোমার মিষ্টি সকাল খানি
Good Morning
যদি তুমি হাতে রাখো হাত
আনবো আমি দেখে নতুন এক প্রভাত
করবো শুরু নতুন করে আরো একটি দিন
বন্ধু তোমায় জানাই
A happy Good Morning!!